thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৬:০২:৫০
নাটোরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নাটোর প্রতিনিধি : নাটোর সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সিংড়া উপজেলার বেড়াবাড়ী গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আবুল কাসেমের ছেলে রেজাউল ও সাইফুল ইসলামের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে সাইফুল ইসলাম গ্রামের হাটে যাওয়ার পথে রেজাউলের সমর্থক সেন্টু মোল্লা ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সাইফুলের চিৎকারে তার লোকজন ছুটে এলে উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সাইফুল ইসলাম ফালাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর