thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

মিল্কি হত্যায় আরও দুই আসামির স্বীকারোক্তি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৬:২০:২৭
মিল্কি হত্যায় আরও দুই আসামির স্বীকারোক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় দুই আসামি চুন্নু মিয়া ও মাহবুবুল হক হিরক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি কাজেমুর রসিদ বৃহস্পতিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহন করেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আদেশ দেন।

ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে আসামিদের জবানবন্দি রেকর্ড করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চুন্নু মিয়া ও মাহবুবুল হক হিরক ছাড়া আরও চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ, জাহাঙ্গীর ও ফাহিমা ইসলাম লোপা।

গত বছরের ২৯ জুলাই দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন রিয়াজুল হক খান মিল্কি।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজর রাশিদুল হক খান বাদী হয়ে জাহিদ সিদ্দিকী তারেককে (৩৫) প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর