thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

রমনায় বোমা হামলা মামলায় পরবর্তী যুক্তিতর্ক ১৯ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৬:৫০:৪৪
রমনায় বোমা হামলা মামলায় পরবর্তী যুক্তিতর্ক ১৯ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রমনায় বোমা হামলা মামলায় আসামিপক্ষের পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার আদালতে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট জাহিদ হোসেন সরদার ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি’র পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এ মামলায় মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, মাওলানা সাব্বির, শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া, মাওলানা আবু তাহের কারাগারে রয়েছেন। মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর ও মাওলানা আবু বকর এখনও পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর