thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ভয়াবহ বন্যার পর যুক্তরাজ্যে ঝড়ের আঘাত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৬:৫৯:৪২
ভয়াবহ বন্যার পর যুক্তরাজ্যে ঝড়ের আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক : দুই মাস ধরে বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্যে বুধবার আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। প্রতি ঘন্টায় প্রায় ‍এক শ' মাইল বেগে ধেয়ে আসে এই ঝড়।

এতে প্রায় দেড় লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উইল্টশায়ারে মারা গেছেন একজন।

দুর্যোগের কারণে বাতিল করে দেওয়া হয়েছে পূর্বনির্ধারিত ফুটবল ম্যাচগুলো।

টেমস নদীর পানি ষাট বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এতে পশ্চিম লন্ডনের শহর ও গ্রামগুলি ঝুঁকির মধ্যে রয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবারের মধ্যে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দুর্যোগ মোকাবিলায় দেশটির আবহাওয়া অফিস চূড়ান্ত সতর্কতার নির্দেশ দিয়েছে।

বন্যা মোকাবেলায় সবসময় নাগরিকদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে প্রায় দুই হাজার সেনা। সেনাবাহিনীর সমন্বয়ক মেজর জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স এই দুর্যোগকে স্মরণাতীত প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন।

এদিকে বন্যা মোকাবেলায় পর্যাপ্ত অর্থ খরচের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/এএইচ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর