thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ছাত্রলীগ নেতা তানভীরকে খুঁজে বের করার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:০০:৪৩
ছাত্রলীগ নেতা তানভীরকে খুঁজে বের করার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিখোঁজ ছাত্রলীগ নেতা তানভীরকে খুঁজে বের করার দাবি জানিয়েছে তার পরিবার। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তানভীরের পরিবার এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে তানভীরের চাচা সিরাজ মোল্লা বলেন, ‘আমার ভাইয়ের সন্তান তানভীর হাসান অঞ্জন (২২) রাজধানীর শান্ত মারিয়াম ইউনিভার্সিটির এমবিএ প্রথম বর্ষের ছাত্র। একই সঙ্গে মহানগর (উত্তর) ছাত্রলীগের ভাটারা থানার সাংগঠনিক সম্পাদক। সে গত ২৮ জানুয়ারি দুপুর ৩টার পর উত্তরা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ওইদিন বিকেলে প্রথমে মোবাইলে তাকে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইলে না পেয়ে পরবর্তীতে সম্ভাব্য সব স্থানে খোঁজ করে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে ১৭ দিন আগে তানভীর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ব্যাপারে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৪৭৫) করে র‌্যাব ও ডিবিকে অবগত করা সত্ত্বেও বিষয়টি কেউ আমলে নিচ্ছে না। তানভীরকে খুঁজে না পাওয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহা-পরিদর্শক ও কমিশনারের নিকট লিখিত আবেদনও করা হয়েছে।’

নিখোঁজ তানভীরকে খুঁজে বের করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি দাবি জানায় পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে তানভীর হাসান অঞ্জনের চাচা সিরাজ মোল্লা, পিতা তমিজউদ্দিন, মাতা নারগিস বেগম, বোন তানিয়া ও সোনিয়া, ফুপা মোড়ল আমজাদ হোসেনসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/এএইচ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর