thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:২৯:৪৪
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

শনিবার বিজয়ীদের পুরস্কৃত করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর