thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সুপারশপগুলোর জন্য ২ শতাংশ মূসক নির্ধারণ

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:৩৩:৫৬
সুপারশপগুলোর জন্য ২ শতাংশ মূসক নির্ধারণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিক্রয়ের ক্ষেত্রে সুপারশপগুলোর জন্য ২ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে ওই শপগুলোর জন্য ৪ শতাংশ মূসক ধার্য ছিল।

রাজস্ব বোর্ডের মূসক নীতির প্রথম সচিব শওকাত হোসেন এ প্রসঙ্গে দ্য রিপোর্টকে বলেন, বহু দিন ধরে সুপারশপ মালিকদের দাবীর ভিত্তিতে ওই মূসক নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা হিমায়িত খাদ্য, কাঁচা পণ্য বা নিত্যপণ্য বিক্রয় করেন এ সুবিধা শুধু তাদের জন্যই প্রযোজ্য।

জাতীয় রাজস্ব বোর্ডের মূসক বিভাগের প্রকাশিত এক গেজেটে বলা হয়, যে দোকানগুলোতে বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত, জীবাণুমুক্ত ও প্রিজারভেটিভবিহীন মাছ-মাংস, চাল-ডাল, শাক-সবজি, ফলমূল নিত্যপণ্য বিক্রি হয় তারা এ সুবিধা পাবে।

একই জায়গায় সাকুল্যে ১২ হাজার বর্গফুট আয়তনের অধিক নয় এরূপ কোন স্বতন্ত্র ও পরিপূর্ণ দোকান এ ধরনের সুবিধা পাবে বলেও ওই গেজেটে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর