thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইল-৮ ও চতুর্থ পর্যায়ের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:৪৭:১৬
টাঙ্গাইল-৮ ও চতুর্থ পর্যায়ের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ পর্যায়ে ৯২টি উপজেলা ও টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তিনি এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ। ভোটগ্রহণ ২৩ মার্চ।

দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনটি বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন।

অন্যদিকে চতুর্থ পর্যায়ে নির্বাচনের জন্য যে ৯২টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হল- পাবনার ঈশ্বরদী, ঝিনাইদহের হরিণাকুন্ড, নড়াইল সদর, খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা, পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও জিয়ানগর, টাঙ্গাইল কালিহাতী, মধুপুর, নাগরপুর ও ভুয়াপুর, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই, বান্দরবানের নাইখংছড়ি, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর তানোর, বাগমারা ও পুঠিয়া, পাবনা ফরিদপুর, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালী সদর, দুমকী, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া, নাসিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, যশোর সদর ও কেশবপুর, সাতক্ষীরা ও কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাট, মোল্লারহাট ও চিতলমারী, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, ভোলার তজুমুদ্দিন, দৌলতখান ও মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি, সিলেট সদর ও কানাইঘাট, চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, সাতকানিয়া ও আনোয়ারা, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাগঞ্জের চৌহালী, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, শেরপুর সদর ও নালিতাবাড়ী, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শাল্লা, ধর্মপাশা ও জগন্নাথপুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠী সদর, কাঁঠালিয়া, নলসিটি ও রাজাপুর, বগুড়ার গাবতলী, নেত্রকোণার মদন, কিশোরগঞ্জে ভৈরব, ইটনা, মিঠামইন, তাড়াইল ও কটিয়াদি এবং বরগুনার বেতাগী।

তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের যা করণীয় আমরা তা করছি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, সবার উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়েই এই নির্বাচন সম্পন্ন হবে।

(দ্য রিপোর্ট/এমএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর