thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:২১:৫৮
রাজধানীতে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : অটোরিকশা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি পূরণের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে মানববন্ধন করেন।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।

অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঢাকা মহানগরে ৫ হাজার সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা হোক। পাশাপাশি অতিরিক্ত জমাদানকারী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

তারা বলেন, ‘প্রাইভেট সিএনজি অটোরিকশা ভাড়ায় যাত্রীবহন বন্ধ করতে হবে। ইউনিয়নভুক্ত চালকদের আবাসনের ব্যবস্থা করতে হবে।

ট্রাফিক সার্জেন্টের কথা উল্লেখ করে তারা বলেন, ‘ট্রাফিক সার্জেন্টরা বিভিন্ন সময় বিনা কারণে অটোরিকশা চালকদের হয়রানি করে। তা বন্ধ করতে হবে। তা ছাড়া রাস্তার পাশে পার্কিং স্ট্যান্ড স্থাপন করতে হবে। আর পার্কিং স্ট্যান্ড স্থাপন করার আগ পর্যন্ত এর পরিবর্তে নো-পার্কিং মামলা করা বন্ধ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘অটোরিকশা চুরি ছিনতাই ও চালক হত্যা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর তা ছিনতাইকালে নিহত বা আহত চালকদের ক্ষতি পূরণ দিতে হবে।’

মানববন্ধনে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর