thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে হামলায় নিহত ৪

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:২৬:৫৭
ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে হামলায় নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক : ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে সরকার পক্ষের বন্দুকধারীদের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দুই সপ্তাহ ধরে বিক্ষোভের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধী কয়েক হাজার লোক দেশটির রাজধানী কারাকাসের রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত মাদুরো বিরোধী শতাধিক ছাত্রের একটি দলের ওপর মাদুরো সমর্থক বন্দুকধারীরা গুলি চালালে ২৪ বছর বয়সী এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হন।

চলতি সপ্তাহে দেশটির ঐতিহাসিক ‘ব্যাটল অফ ভিক্টরি’ বা যুব দিবসের ২০০তম বার্ষিকী উদযাপনের সময় নিরাপত্তাবাহিনী কর্তৃক কয়েকজন ছাত্রকে আটক করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে দেশটির ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে।

ব্যাটল অফ ভিক্টরি দেশটির ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ২০০ বছর আগের ওই দিনে দেশটির একটি শহরে ছাত্ররা স্পেনের সেনাবাহিনীর এক আগ্রাসন রুখে দিয়েছিল। সূত্র : বিবিসি ও আল-জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর