thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

বোস্টন বোমা হামলার সন্দেহভাজনের বিচার নভেম্বরে

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:৪৫:৪৬
বোস্টন বোমা হামলার সন্দেহভাজনের বিচার নভেম্বরে

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার সন্দেহভাজন ঝোখার সারনায়েভের বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩ নভেম্বরে। কিন্তু এর বিরোধিতা করে ঝোখার সারনায়েভের আইনজীবী বলেন, এত অল্প সময়ে আসামি তার আত্মপক্ষ সমর্থনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন না।

তবে জেলা জজ জর্জ ও টুলে জেআর বলেন, ‘এই মামলাটি স্পষ্টতই একটি অনন্য ঘটনা। আমি মনে করি, এটাই অনেক বেশি বাস্তবসম্মত ও ন্যায্য হয়েছে।’

ফেডারেল প্রসিকিউটররা গত মাসে ঘোষণা করেছিলেন, তারা সারনায়েভের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আর্জি জানাবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ এপ্রিলে বোস্টন ম্যারাথনে এক জোড়া বোমা হামলায় ৩ জন নিহত ও ২৬০ জন আহত হয়।

প্রসিকিউটরদের অভিযোগ, ঝোখার ও তার বড় ভাই তামারলেন সারনায়েভ ওই হামলার জন্য দায়ী। তারা দুই ভাই মিলেই ওই হামলায় ব্যবহৃত প্রেসার কুকার বোমা দুটি তৈরি করেন। ওই হামলার কয়েকদিন পর তামারলেন সারনায়েভ এক পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সূত্র : আল-জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর