thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

নালিতাবাড়ীতে ভাইয়ের হাতে ভাই খুন

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:৩২:১৯
নালিতাবাড়ীতে ভাইয়ের হাতে ভাই খুন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গলাকেটে ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মিয়া (৩৬)।

নিহতের স্ত্রী আছিয়া বেগম অভিযোগ করে বলেন, রাতে শোয়ার পর বৃহস্পতিবার ভোরে একই বাড়ির পাশের কক্ষে থাকা তার ভাসুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক (৫০) ঘুমন্ত স্বামী দুলালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় দুলাল খাট থেকে টেবিলের নিচে পড়ে যায়। পরে টেবিলের নিচ থেকে তার স্বামীকে টেনে-হিঁচড়ে বের করে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় ভাসুর মালেক।

সাবেক ইউপি চেয়ারম্যান ও দুলালের মামা ওসমান গনি জানান, গত কয়েকদিন আগে দুলাল তার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের আয়োজন করছিল।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। সহোদর দুই ভাইয়ের মধ্যে ২৭ বিঘা জমির পুকুর নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর