thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সৌদিতে পেশা পরিবর্তনের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:৪০:৩১
সৌদিতে পেশা পরিবর্তনের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে আকামা (কাজের অনুমতিপত্র) ও পেশা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ প্রক্রিয়া আবারও চালু হতে যাচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) জাহিদ আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটিকে সৌদির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম সামছুন নাহার এ ব্যাপারে দ্য রিপোর্টকে বলেন, ‘এক বছর আগে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল সৌদি সরকার। সেই সুযোগে ৮ লাখ বাংলাদেশি বৈধ হয়েছেন।’

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর