thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঘুষ নেওয়ার অভিযোগে কনস্টেবল আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:৪৩:২৮
ঘুষ নেওয়ার অভিযোগে কনস্টেবল আটক

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কনস্টেবল আব্দুল আজিজ খানকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল নামে এক ব্যক্তির কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় এক সংবাদকর্মী মোবাইল ফোনে ঘুষ নেওয়ার দৃশ্য ভিডিও করলে আজিজ দৌড়ে হাসপাতালের ভেতরে চলে যায়। বিষয়টি র‌্যাবকে জানালে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করেন। র‌্যাব জানায়, এর আগেও ওই ব্যক্তির কাছ থেকে আজিজ ২৮ হাজার টাকা ঘুষ নিয়েছিল।

(দ্য রিপোর্ট/বিডি/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর