thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দেবাশীষ ভট্টাচার্য রূপমের মৃত্যুবার্ষিকীতে

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:৫১:৪৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা দেবাশীষ ভট্টাচার্য্য রূপমের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ১৯৯৫ সালের এই দিনে শিবিরের সহিংসতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলে ছাত্রনেতা রূপম রাজশাহী থেকে বাসে চড়ে পাবনায় তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস থামিয়ে সিটের উপরেই তাকে কুপিয়ে হত্যা করে শিবিরের ক্যাডাররা।

শহীদ রূপমের ১৯তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, পরে বাংলাদেশ ছাত্র মৈত্রীর উদ্যোগে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং জঙ্গিবাদের অর্থনৈতিক উৎস বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, ’৭১-এর পরাজিত শক্তি রাজাকার জামায়াত-শিবির চক্র এখনও বাংলাদেশে সহিংসতা এবং মানুষ খুনের রাজনীতি অব্যাহত রেখেছে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবির এবং তাদের দোসর বিএনপির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার পালা।

ছাত্র নেতারা বলেন, যে জামায়াত-শিবির শহীদ রূপমকে বিশ্ববিদ্যালয় থেকে মায়ের কোলে ফিরতে দেয়নি, বাংলাদেশের কোথাও সেই জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে নিজের ঘরে ঘুমানোর সুযোগ আর দেওয়া হবে না।

শহীদ মিনারে শহীদ রূপমের বিপ্লবী স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট, ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম সুমন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, বিপ্লবী ছাত্র মৈত্রীর একাংশের সভাপতি সালমান রহমান, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, বিপ্লবী ছাত্র মৈত্রীর অপর অংশের আহ্বায়ক ফয়সাল ফারুক অভী, যুগ্ম-আহ্বায়ক সবুজ সরোয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জিলানী শুভ।

এ ছাড়া ছাত্র সংগঠনগুলো পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ছাত্র মৈত্রী। মিছিলটি টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু প্রদক্ষিণ করে কলাভবনের মূল ফটকে সমাবেশ করে। ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তানভীর রুসমত, সহ-সভাপতি ইউনুস আলী, আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মাহাবুদ রানা তরুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল আমিন মাহাদী, ঢাকা মহানগর সভাপতি অর্ণব দেবনাথ, কেন্দ্রীয় সদস্য অতুলন দাস আলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা প্রশান্ত রায় প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর