thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

উত্তরা ইপিজেডে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২০:০৯:১৮
উত্তরা ইপিজেডে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক : উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) চামড়াজাত পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে একটি চীনা কোম্পানি। মেসার্স কিন সিলেকশন প্রোডক্টস ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেড নামে এ কোম্পানিটি প্রাথমিকভাবে ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্তৃপক্ষ ও মেসার্স কিন সিলেকশন প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেডের মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নূরুল ইসলাম এবং কিন সিলেকশন প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক চউ চি হো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা নির্বাহী দপ্তরে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এ কোম্পানিটি চালু হলে বার্ষিক প্রায় ৭৯ লাখ পিস ওয়ালেট, হ্যান্ড ব্যাগ, পার্স, বেল্টস্, কসমেটিক্স ব্যাগ, স্টেশনারী সেট, কি চেইন, ট্যাভেল ট্যাব, ইভিনিং ব্যাগ, ক্লাচ ব্যাগ, রিং কি কেস, আইডি ল্যানইয়ার্ড, রিস্টলেট পাউচ, ব্রিফকেসসহ নানান চামড়াজাত পণ্য উৎপাদন করবে। এতে প্রায় ৬ হাজার বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান এনডিসি (পিএসসি), সদস্য (প্রকৌশল) খন্দকার আখতারুজ্জামান, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এজেডএম আজিজুর রহমানসহ দুই পক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর