thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে ৬ বসতঘর ভস্মীভূত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২০:২৬:১৪
বাগেরহাটে ৬ বসতঘর ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরে আগুনে ছয়টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে শহরের নাগেরবাজার এলাকার সায়েম কাজীর ৩নং কলবাড়ি কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যায় কলোনির একটি ঘরে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জয়নাল আবেদিন তিতাস জানান, আগুনে কলোনির চারটি ঘর সম্পূর্ণ এবং দুটি ঘর আংশিক পুড়ে গেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর