thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শিক্ষায় এগিয়ে রামগড়, পিছিয়ে খাগড়াছড়ি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২০:৪০:৪৯
শিক্ষায় এগিয়ে রামগড়, পিছিয়ে খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে খাগড়াছড়ির ২৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অধিকাংশই শিক্ষিত। তবে একাডেমিক যোগ্যতায় বেশ পিছিয়ে খাগড়াছড়ি সদরের প্রার্থীরা। আছেন অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীও।

শিক্ষায় এগিয়ে আছে রামগড়। তবে এ বিষয়ে পিছিয়ে থাকলেও খাগড়াছড়ি সদরের চার প্রার্থী কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। অপরদিকে রামগড়ের অধিকাংশ প্রার্থীই বিভিন্ন মামলার আসামি। একজন সাজাপ্রাপ্ত হয়েও জামিনে আছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা খুঁজে দেখা যায়, খাগড়াছড়ি সদরের স্বতন্ত্র প্রার্থী এসএম রেজাউল করিম ও বিএনপি সমর্থিত কংচাইরী মগ নিজেদের অক্ষরজ্ঞানসম্পন্ন বলে উল্লেখ করেছেন।

মাটিরাঙায় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম নবম শ্রেণী পাস দেখিয়েছেন। অবশ্য কংচাইরী মগ বলেছেন, তিনি আগের দিনের অষ্টম শ্রেণী পাস।

খাগড়াছড়ি সদরের আওয়ামী লীগ প্রার্থী শানে আলম ও স্বতন্ত্র প্রার্থী চঞ্চুমনি চাকমা হাই স্কুলের গণ্ডি পেরিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক; সদরের এ সব প্রার্থীর কারো নামেই কোনো ফৌজদারি মামলা নেই।

অন্যদিকে জেলার রামগড়ের সব প্রার্থীই ভালো শিক্ষিত। সাতজনের একজন এমএমএস, তিনজন বিএ/বি-কম এবং তিনজন এইচএসসি পাস।

মহালছড়ির একজন মাস্টার্স, দুজন বিএ ও একজন এইচএসসি পাস। পানছড়ির এক প্রার্থী দর্শনে এমএ পাস করেছেন। দুজন বিএ সমমান আর অপরজন এইচএসসি পাস।

মাটিরাঙ্গায় এমএ পর্যন্ত পড়েছেন এক প্রার্থী। দুজন উচ্চ মাধ্যমিক আর নবম শ্রেণী পর্যন্ত গিয়েছেন এক প্রার্থী। মানিকছড়ির প্রার্থীদের মধ্যে বিএ পাস একজন, এইচএসসি পাস দুজন।

এদিকে খাগড়াছড়ির ছয় উপজেলার ১৬ প্রার্থীই ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। চারজন কৃষি নির্ভর জীবনযাপন করেন। ঠিকাদারি ব্যবসায় জড়িত তিনজন, দুজন কলেজে অধ্যাপনা এবং সমাজসেবায় নিয়োজিত একজন।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমা এ প্রসঙ্গে দ্য রিপোর্টকে বলেন, ‘শিক্ষিত জনপ্রতিনিধি আবশ্যক। শিক্ষার অভাব থাকলে এমনিতেই মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজ করে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা চেয়ারম্যানের ওপর প্রভাব খাটানোর চেষ্টা চালান। কম শিক্ষিত জনপ্রতিনিধিরাও যে ভালো করেন না তা নয়; তবে তা ব্যতিক্রম।’

(দ্য রিপোর্ট/এইচএমপি/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর