thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান হউন’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২০:৪৬:০৮
‘মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান হউন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের প্রতি দ্ব্যর্থহীন কন্ঠে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান হউন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের অশুভ চক্রান্ত থেকে বিরত থাকুন, নইলে জনরোষ থেকে রেহাই পাবেন না।’

যশোর জেলার চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী এবং রাজশাহী জেলার চারঘাট উপজেলা জাসাস সভাপতি মোজাফফর হোসেনকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল এ সব কথা বলেন।

দলের যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতাসীন আওয়ামী অবৈধ সরকার এখন বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল করার জন্য মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে বানোয়াট মামলা দায়ের এবং গ্রেফতার করছে।’

চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী এবং চারঘাট উপজেলা জাসাস সভাপতি মোজাফফর হোসেনকে গ্রেফতার বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের অপরাজনীতি থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে অবিলম্বে ইউনুছ আলী এবং মোজাফফর হোসেনের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর