thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

পৌনে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ

মানিক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২১:০১:৪৬
মানিক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় পৌনে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মো. আব্দুল মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের উপ-সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ বাদী হয়ে মামলাটি (মামলা নং-৪) দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মানিক মিয়ার নিজ নামে স্থাবর সম্পদের পরিমাণ মোট পাঁচ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। যার মধ্যে পাঁচ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের সম্পদের বৈধ উৎস দেখাতে পারেননি। পক্ষান্তরে, তার নিজ নামে অর্জিত অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ৭৩১ টাকা। যার মধ্যে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার ৩৭০ টাকার বৈধ উৎস দেখাতে পারেননি। মানিক মিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ মোট ১৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা। ২০০৫ সাল থেকে ২০১২ পর্যন্ত সময়ে তিনি এ সব অবৈধ সম্পদের মালিক হন। ঢাকা ক্যান্টনমেন্টের বারিধারার ডিওএইচএসের রোড নং-৬, ৩৯৬ নম্বর বাড়ির তিনতলা মানিক মিয়ার বর্তমান ঠিকানা।

দুদক জানায়, আসামি মানিক মিয়াকে কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করে। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি মানিক মিয়া তার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন। পরবর্তী সময়ে কমিশন তার দাখিল করা সম্পদের যাচাই-বাছাই ও অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি টিম গঠন করে। টিম মানিক মিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পায়।

সূত্র আরও জানায়, ২০১২ সালে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদের বিরুদ্ধে বিদেশ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক।

ওই অভিযোগে বলা হয়, আসামি মানিক মিয়ার মাধ্যমে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বিদেশে অর্থ পাচার করেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর