thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২১:১৯:২০
‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে’

চাঁদপুর প্রতিনিধি : ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোনো উস্কানিতে কান দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

তিনি বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রী বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জেলার ৫টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই নির্বাচন প্রভাবিত করা হবে না।

মায়া চৌধুরী বলেন, সফলতা-ব্যর্থতা সবারই থাকে, সেটা ধরেই সবাইকে এগুতে হবে। অন্যান্য জেলার চাইতে এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বিগত কয়েক মাসে সারাদেশে যে নৈরাজ্য-সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে তা থেকে চাঁদপুরও বাদ পড়েনি। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সবাই সেটি মোকাবেলা করেছে।

নিজ জেলায় সরকারি বিভিন্ন দফতরে অব্যবস্থাপনা বা অনিয়ম প্রসঙ্গে বলেছেন, যারা অনেক দিন ধরে এখানে আছেন তারা নড়াচড়া করে অন্যদিকে যান। এই জায়গার চেয়ে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে যান। স্বাস্থ্য ভালো থাকবে, অভিজ্ঞতা বাড়বে।

তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতালে সিসি ক্যামেরা, আইসিইউসহ বিভিন্ন সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করব। হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা একটু আন্তরিত হলেই অনেক সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। হাসপাতাল রক্ষণাবেক্ষণ বা পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের এমপি ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর-৪ আসনের এমপি ড. মো. শামসুল হক ভূঁইয়া, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পুলিশ সুপার মো. আমির জাফর প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমবি/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর