thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘আশরাফের বক্তব্যই বাকশাল কায়েমের প্রমাণ’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২১:৫২:০৪
‘আশরাফের বক্তব্যই বাকশাল কায়েমের প্রমাণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যে বাকশাল কায়েম করতে চায়, সৈয়দ আশরাফের বক্তব্যই তার প্রমাণ।’

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার চায় না দেশে অন্য কোনো দল রাজনীতি করুক। তাদের অস্তিত্ব থাকুক।’

মার্কিন সিনেটে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদেরও দাবি। সরকার অতিদ্রুত নির্বাচন দিয়ে সংকট নিরসন করবে- এমন প্রত্যাশা আমাদের।’

১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি হবে ১১তম জাতীয় সংসদ নির্বাচন। এর আগে কারও কাছে মাথা নত করে সংবিধান সংশোধন করবে না সরকার।’

মির্জা ফখরুলের আগমন উপলক্ষে বিমান বন্দর চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিত দেখা যায়নি।

গত রবিবার রাত সোয়া ১০টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর