thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে পিস্তলসহ যুবক আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২২:০১:০৯
বাগেরহাটে পিস্তলসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বিদেশি নাইন এমএম পিস্তলসহ আবু বক্কর শরীফ ওরফে টিটু শরীফ (৩৮) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামের আব্দুর রব নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে মারধর করার অভিযোগে টিটু শরীফকে গ্রেফতার করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রবকে আহতাবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আবু বক্কর শরীফ ওরফে টিটু শরীফ মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামের শামসুর রহমান শরীফের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মুহা. আব্দুর রকিব খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোরেলগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারে একটি চায়ের দোকানে চা পান করার সময় আব্দুর রব নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অস্ত্রের মুখে টিটু শরীফ অপহরণ করে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় টিটু শরীফকে খারুইখালী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে। এ সময় অপহৃত চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রবকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর থেকে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী এলাকায় এসে চিংড়ি ঘের করছিলেন। ওই চিংড়ি ঘেরের দখল নিতে টিটু তাকে অপহরণ করেছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর