thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

কলিজা টেনে বের করে আনব : শামীম ওসমান

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ২২:০৯:৪৩
কলিজা টেনে বের করে আনব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ট্রাক মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেছেন, আপনাদের প্রতি একটিই দাবি, মাদক প্রতিহত করতে হবে। আপনারা হয়ত জানেন বা জানেন না ট্রাকে বড় বড় মাদক চালান আসে। ভয়ে কথা বলেন না। পুলিশের কাছেও বলেন না। আপনাদের বলতে চাই পুলিশেরও বড় পুলিশ আমি। যত বড় শক্তিশালীই হোক না কেন ওই মাদক ব্যবসায়ীর বুকের ভেতরে হাত দিয়ে কলিজা বের করে নিয়ে আসব। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। কারণ মাদকের কারণে একটি পরিবারে রোজ কেয়ামত নেমে আসে।

সদর উপজেলার পঞ্চবটি এলাকায় বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি ট্রাক টার্মিনালে নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন শামীম ওসমান।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নাম উল্লেখ না করে তিনি বলেন, আমাকে সম্মান দিয়েছে আল্লাহ। আমার ধৈর্যও অনেক বেড়েছে।

নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজামউদ্দিন, নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি হারুনুর রশিদ বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মো. তুহিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শামীম ওসমান বলেন, আমি সংবর্ধনা পাওয়ার মতো কোনো কাজ এখনও করিনি তাই ট্রাক মালিক সমিতির দেওয়া স্বর্ণখচিত নৌকা ফেরত নিতে হবে।

এ সময় তিনি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বলেন, রেললাইনের পাশের রাস্তাটি প্রশস্ত করা হবে। জেলায় আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল করা হবে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর