thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আর্জেন্টিনার সামরিক জান্তার ১৫০০ গোপন নথির খোঁজ

২০১৩ নভেম্বর ০৫ ১৪:১৯:৪১
আর্জেন্টিনার সামরিক জান্তার ১৫০০ গোপন নথির খোঁজ

দিরিপোর্ট২৪ ডেস্ক : আর্জেন্টিনার সামরিক শাসনামলের প্রায় ১৫০০ গোপন নথির খোঁজ পাওয়া গেছে। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে বিমান বাহিনীর প্রধান কার‌্যালয়ের একটি পরিত্যাক্ত গুদাম থেকে এসব নথি পাওয়া যায়। খবর বিবিসির।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী অগাস্টিন রসসি জানান, নথিগুলোতে ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর‌্যন্ত ক্ষমতায় থাকা সামরিক জান্তার সকল বৈঠকের অনুলিপি রয়েছে। এতে ঐ সময়কার কালো তালিকাভূক্ত খ্যাতিমান শিল্পী ও বুদ্ধিজীবীদের নামের তালিকাও রয়েছে। নথিতে সরকারের বিরোধিতাকারী ওইসব শিল্পী ও বুদ্ধিজীবীদের হুমকির মাত্রা অনুসারে এফ-১ থেকে এফ-৪ ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।

রসসি জানান, ‘প্রথমবারের মতো আমরা সামরিক শাসকের পুরো সময়ের নথিপত্র পেলাম।’

তবে এসব নথি থেকে সামরিক শাসকের আমলের বিরোধীদের হত্যা ও গুম করার হাজার হাজার ঘটনার কোন প্রমাণ পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিবিসির এক প্রতিনিধি।

(দিরিপোর্ট২৪/এআইএম/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর