thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ওয়ারেছুন্নবী খন্দকার

ভেজা মাটির গন্ধে ঘুম ভাঙ্গে মাঝরাতে

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০০:৩০:১৩
ভেজা মাটির গন্ধে ঘুম ভাঙ্গে মাঝরাতে

প্রতি রাতে বৃষ্টি নামলে
নতুন সকাল আসে হৃদয়ে
শুকনো দুর্বা ঘাসের মতো জেগে উঠি!

চেনা পথে অচেনা হয়েছি
তাই প্রতি রাতে বৃষ্টি নামে…

কৃষ্ণচূড়া গাছটির গায়ে নতুন কোষ জমেছে
পুরনো দাগও শুকিয়ে গেছে,
শেষবার ওখানে গিয়ে পাইনি তোমায়;
তাই প্রতি রাতে বৃষ্টি নামে।

ভালোবাসলে যোদ্ধা হতে হয়
আমি যুদ্ধ শিখিনি
তাই প্রতি রাতে বৃষ্টি নামে।

তোমার পৃথিবীতে কি এখন বর্ষাকাল?
কাল রাতে কাঁদিনি
তবু কোথায় যেন বৃষ্টি হয়েছে
ভেজা মাটির গন্ধে ঘুম ভেঙ্গেছে মাঝরাতে।

লেখক : সিনিয়র সাব-এডিটর, দ্য রিপোর্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ভালবাসার কথা এর সর্বশেষ খবর

ভালবাসার কথা - এর সব খবর