thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মাছ খেতে এসে খাঁচায় বন্দি মেছোবাঘ

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০২:২০:৪৭
মাছ খেতে এসে খাঁচায় বন্দি মেছোবাঘ

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে খামারে মাছ খেতে এসে একটি মেছোবাঘ খাঁচায় বন্দি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৎস্যচাষি সাজ্জাদ আলী ও আবদুল কুদ্দুছের খামারে মাছ খেতে এসে মেছোবাঘটি খাঁচায় বন্দি হয়।

এ নিয়ে গত কয়েক দিনে বিশ্বনাথে তিনটি মেছোবাঘ আটক হয়েছে। এতে বিশ্বনাথের পল্লী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। তিনি আরো বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের কর্মকর্তারা মেছোবাঘটি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে নিয়ে যান।

এদিকে, মঙ্গলবার উপজেলার দশঘর ইউনিয়নের বরনী গ্রামের আলফু মিয়ার বাড়ি থেকেও একই ভাবে ফাঁদ পেতে একটি বাঘ আটক করে মৌলভীবাজারে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করেন গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামের পিয়ার আলীর মৎস্য খামারে দীর্ঘদিন ধরে এই মেছোবাঘটি উৎপাত করে আসছিল। আটক মেছোবাঘটি বিভিন্ন সময় ওই খামারের মাছগুলো খেয়ে আসছে। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে খামার মালিকরা লোহার খাঁচা তৈরি করে বাঘটি আটকের জন্য ফাঁদ পাতেন। বৃহস্পতিবার ভোরে বাঘটি মাছ শিকার করতে এসে ফাঁদে আটকা পড়ে। বাঘটি আটকের খবর পেলে এলাকার শত শত লোক ওই বাড়িতে ভিড় করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজনকে খবর দেন।

বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজার বিভাগের বন কর্মকর্তা মোনায়েম হোসেন ও ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিন আটক মেছোবাঘটি নিয়ে যান।

খামার মালিক আবদুল কুদ্দুছ ও সাজ্জাদ আলী বলেন, বাঘটি কয়েক দিন ধরে খামারের প্রচুর মাছ খেয়ে ফেলে। বুধবার রাতে মাছ খেতে এসে পেতে রাখা লোহার খাঁচায় বাঘটি বন্দি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বন বিভাগের লোকজন এসে বাঘটি নিয়ে যান।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজারের ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, আটক মেছোবাঘটি লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হবে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর