thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

গুগল টুলবারের ব্যবহার

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০৬:৪৮:৩৭
গুগল টুলবারের ব্যবহার

দ্য রিপোর্ট ডেস্ক : টুলবার বলতে সাধারণ কয়েকটি বক্সকে বুঝায়, যেখানে একটি অ্যাপ্লিকেশনের উইন্ডো থাকে। এর দ্বারা কোনো সফটওয়্যারের বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত ওই বক্সগুলোর মধ্যে কিছু চিহ্ন থাকে, যার মাধ্যমে বুঝানো হয় কোনটার কি কাজ। এটি আসলে একটি শর্টকাট পদ্ধতি।

ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই স্বীকার করবেন, গুগল সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন। ব্রাউজারে গুগল টুলবার থাকলে আপনার খোঁজাখুঁজির কাজ অনেকটা সহজ হয়ে যায়। ব্রাউজারের ক্ষেত্রে টুলবার সাধারণত আগে থেকে ইনস্টল করা থাকে না। তেমনি গুগল ব্রাউজারও ইনস্টল করে নিতে হয়। এর দ্বারা দ্রুত গুগল ফিচারগুলোকে কাজে লাগানো যায়।

গুগল টুলবার পেতে ক্লিক করুন : http://toolbar.google.com

ইনস্টলের পর দ্রুত গুগল টুলবার ব্যবহার করতে চাইলে ALT+G চাপুন অথবা নতুন একটি ব্রাউজার উইন্ডো খুলে Shift+Enter চাপুন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর