thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

তাহসান-মিথিলার ভালোবাসার কথন

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০৭:০১:০১
তাহসান-মিথিলার ভালোবাসার কথন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলোচিত শিল্পীদম্পতি তাহসান-মিথিলা। বিয়ে করেছেন ২০০৬ সালে। বিয়ের এতবছর পরও তারা রোমান্টিক জুটি হিসেবে সমান আলোচিত। ২০১৩ সালে তাদের ভালোবাসায় যুক্ত হয় আরেক অতিথি, আইরা। বিশ্ব ভালোবাসা দিবসে দ্য রিপোর্টের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ভালোবাসার কিছু কথা।

দ্য রিপোর্ট : আপনাদের কাছে ভালোবাসা মানে কী?

তাহসান : ভালবাসা মানে বন্ধুত্ব, বিশ্বাস, একসঙ্গে থাকা।

মিথিলা : তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দিব না- আমার মতে, এই গানটিই ভালোবাসার জন্য বেশি উপযুক্ত।

দ্য রিপোর্ট : বিয়ের পর ভালোবাসা...

তাহসান : প্রথম বাড়ে, তারপর কমে। এরপর চেষ্টা করলে সেটাকে হাজার গুণ বাড়িয়ে নেওয়া যায়। ইচ্ছার ওপর নির্ভর করে।

মিথিলা : বাড়েও না, কমেও না, গভীর হয়।

দ্য রিপোর্ট : ভালোবাসার উপহার...

তাহসান : ওকে যা দেই, ও তাই পছন্দ করে।

মিথিলা : আমি ওকে পারফিউম দিই।

দ্য রিপোর্ট : ভালোবেসে যে নামে ডাকি…

তাহসান : আমি ম্যাডাম বলে ডাকি

মিথিলা : আগে তাহসান ডাকতাম। এখন আইরার বাবা বলে ডাকি।

দ্য রিপোর্ট : নতুন ভালোবাসা...

তাহসান : এখন আমাদের শিশুর প্রতি ভালোবাসাই সবচেয়ে বেশি। অন্যরকম অনুভূতি। নিঃস্বার্থ ভালোবাসা...

মিথিলা : আইরাকে পাওয়ার পর সকল ভালোবাসার মোড় ঘুরে গেছে।

(দ্য রিপোর্ট/আইএফ/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর