thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেহেরপুরে চার দিনব্যাপী কৃষিমেলা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০৭:৫৫:৪৫
মেহেরপুরে চার দিনব্যাপী কৃষিমেলা শুরু

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে বৃহস্পতিবার চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তিমেলা শুরু হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে খামারবাড়ি চত্বরে মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। বক্তব্য রাখেন- উদ্ভিদ সংরক্ষণ অফিসার ড. আক্তারুজ্জামান ও সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তিমেলার উদ্বোধন করেন। মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এএকে/এপি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর