thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে কাপড় ব্যবসায়ীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০৮:৫৭:৩১
রাজধানীতে কাপড় ব্যবসায়ীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর বাদল সর্দার রোডে জামিল মিয়া (২৬) নামের এক কাপড়ের ব্যবসায়ীর দুই পা ও হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

আহতাবস্থায় তাকে শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক্স ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আহত জামিলের ভাই শামীম মিয়া দ্য রিপোর্টকে জানান, শামীম যাত্রাবাড়ীর সুতি খালপাড়ের বাসা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফোন পেয়ে বের হন। তারপর তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক লোকের কাছ থেকে খবর পেয়ে হাত-পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর