thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ইয়েমেনে কারাগারে বন্দুকধারীদের হামলা, নিহত ১০

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ০৮:৫৯:৩৯
ইয়েমেনে কারাগারে বন্দুকধারীদের হামলা, নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় দেশটির প্রধান কারাগারে বন্দুকধারীদের হামলায় ৭ পুলিশ সদস্য ও তিন হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন।

এ হামলার কারণে বেশ কয়েকজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির প্রধান কারাগারটি বিমানবন্দরগামী রাস্তার পাশে অবস্থিত। হামলার কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো প্রায়ই হামলা চালায় বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে রাজধানী সানায় অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলায় ৫০ জন নিহত ও ১৬০ জন আহত হন।

দেশটিতে বিদেশি নাগরিকদের অপহরণের ঘটনাও বেড়ে গেছে। বুধবার অজ্ঞাতপরিচয় একটি দল এক ব্রিটিশ নাগরিককে অপহরণ করেছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর