thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রামগড়ে বিএনপি সমর্থিত প্রার্থীর সভায় আ’লীগের হামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১০:২৬:৪০
রামগড়ে বিএনপি সমর্থিত প্রার্থীর সভায় আ’লীগের হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার রামগড়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের লোকজনের ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলায় দলটির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার নাকাপা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের অভিযোগ, নাকাপা বাজারে তার নির্বাচনী সভা চলাকালীন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একেএম আলীম উল্লার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় চেয়ার-টেবিল, মঞ্চ ও প্রচারকাজের একটি সিএনজি ভাঙচুর করে তারা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলায় তার দলের ৫ নেতাকর্মী আহত হয়।

তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম আলীম উল্লাহ হামলার সঙ্গে তার কর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

এদিকে, খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্টকে জানান, হামলার জন্য আওয়ামী লীগকর্মীরাই দায়ী।

(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর