thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভারতে ১৬ সাংসদ সাময়িক বহিষ্কৃত

পার্লামেন্টে মরিচের গুঁড়ায় গণতন্ত্রের চোখে জল!

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১০:৪৫:২৭
পার্লামেন্টে মরিচের গুঁড়ায় গণতন্ত্রের চোখে জল!

দ্য রিপোর্ট ডেস্ক : বিতর্কিত তেলেঙ্গানা বিল নিয়ে ভারতের পার্লামেন্ট বৃহস্পতিবার পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। পিপার স্প্রে নিক্ষেপ, ভাঙা কাচের টুকরো, উপড়ানো মাইক্রোফোন দেখে পার্লামেন্ট নয়; বরং যুদ্ধক্ষেত্রই মনে হচ্ছিল যেন। নজিরবিহীন এ ঘটনাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে গণতন্ত্রের চোখে জল বলে অভিহিত করেছে।

তেলেঙ্গানা বিলের পক্ষে-বিপক্ষের সাংসদদের এই তাণ্ডবে আহত চার সাংসদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ জন সাংসদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সব সাংসদ পার্লামেন্টে সোমবারের অধিবেশনে অংশ নিতে পারবেন না। বহিষ্কৃত সাংসদদের মধ্যে ১১ জন কংগ্রেসের বলে জানা গেছে।

এদিকে অজ্ঞাতপরিচয় এক সাংসদের কাছ থেকে দাহ্য তরল পদার্থ পাওয়া গেছে।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা প্রদেশ গঠন করার লক্ষ্যে বিলটি পার্লামেন্টে পেশ করা হলেও সাংসদদের তাণ্ডবের কারণে তা পাস করা সম্ভব হয়নি।

এদিকে পার্লামেন্টের ভেতরে এ ঘটনা সংসদ অধিবেশনে একটি অন্যতম লজ্জাকর ঘটনা। এ ঘটনায় প্রধামমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় দেশটির ঝানু রাজনীতিবিদরা স্তব্ধ হয়ে গেছেন। (সূত্র : টাইমস অব ইন্ডিয়া)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর