thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

‘জেন্ডার অপশন’ বাড়াচ্ছে ফেসবুক

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১০:৩৮:৩১
‘জেন্ডার অপশন’ বাড়াচ্ছে ফেসবুক

দ্য রিপোর্ট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘জেন্ডার অপশন’ বাড়ানোর ঘোষণা দিয়েছে। সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করে এ ঘোষণা দিয়েছে ফেসবুক।

ফেসবুকের তরফ থেকে এক পোস্টে বলা হয়েছে, ‘দ্বিতীয় লিঙ্গ’, ‘তৃতীয় লিঙ্গ’ ও ‘উভয়লিঙ্গ’ এর মতো নির্দিষ্ট অপশনগুলো যোগ করা হবে।

ব্যবহারকারীরা ‘হি’ (তিনি) ও সি (তিনি) ও (দে) তারা এর মতো অপশন হিসেবে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে নতুন অপশনগুলো যুক্তরাষ্ট্রের ইংরেজিতে ব্যবহার করা যাবে।

ফেসবুক জানিয়েছে, শীর্ষস্থানীয় পাঁচটি সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক ট্রান্সজেন্ডার ল’ সেন্টার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, ‘এ খবরে অনেক তৃতীয় লিঙ্গের মানুষ রোমাঞ্চিত হবেন।’ (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর