thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

সাভারে ট্রাকের ধাক্কায় বাস হোটেলে, নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১২:০২:৫০
সাভারে ট্রাকের ধাক্কায় বাস হোটেলে, নিহত ১

সাভার সংবাদদাতা : সাভারে ট্রাকের ধাক্কায় একটি বাস মহাসড়কের পাশের হোটেলে ঢুকে পড়ে। এতে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ বাসযাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুল হক। তিনি সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়ক থেকে একটি বালুভর্তি ট্রাক মহাসড়কে উঠে আসে। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় বাসটি মহাসড়কের পাশের আল-মদিনা নামের একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় ওই হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা এক অটোরিকশাচালক বাসের নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও ১০ বাসযাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর