thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কাতার ওপেন থেকে বিদায় লি নার

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১২:০৬:১৩
কাতার ওপেন থেকে বিদায় লি নার

দ্য রিপোর্ট ডেস্ক : কাতার ওপেন থেকে বিদায় নিয়েছেন চীনের লি না। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া ওপেনের বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়েছেন পেত্রা সেতকোভস্কা।

প্রতিযোগিতার শীর্ষ বাছাই লি নার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন পেত্রা। প্রথম সেটে ৭-৬ (২) গেমে হারিয়েছেন চীনের তারকাকে। যদিও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন। পেত্রার বিপক্ষে জয় তুলেছেন ৬-২ গেমে। কিন্তু কাজের কাজে কিছু হয়নি। পেত্রার দিনে পেরে উঠেননি লি না।

তৃতীয় ও শেষ সেটে লি নাকে ৬-৪ গেমে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন পেত্রা। অবশ্য জয় পেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে। দীর্ঘ আড়াই ঘণ্টার কোর্টের লড়াইয়ের পর হেসেছেন তিনি।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর