thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কালীগঞ্জে সাড়ে ৩৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১২:৫৪:২৬
কালীগঞ্জে সাড়ে ৩৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে ৩৬ লাখ ৫০ হাজার ৪৫০ টাকার মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।

বিজিবি নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের বিভিন্ন সময় অভিযানে আটক করা এসব মাদকদ্রব্যের মধ্যে ছিল- ৮ হাজার ৩৮৫ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল ভারতীয় মদ, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯০ পিস অ্যানাগ্রাসহ বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন, অপারেশন কর্মকর্তা মেজর কাজী আহাদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, কাস্টমস কর্মকর্তা নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাতক্ষীরা সার্কেলের উপ-পরিদর্শক আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর