thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে দুইপক্ষ

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১২:৫৭:৫৪
সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে দুইপক্ষ

দ্য রিপোর্ট ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবাধিকার রক্ষা করতে নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোজ।

নিরাপত্তা পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার ভ্যালেরি বলেন, ‘সরকার ও বিদ্রোহী উভয়পক্ষই ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব পক্ষই বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বুঝতে পারছি যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধেরও তো কিছু নিয়ম আছে।’

হোমস শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে বৃহস্পতিবার আরও তিন দিন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় বলেই উল্লেখ করেন ভ্যালেরি।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া সঙ্কট নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ফ্রান্স সঙ্কট কাটানোর পক্ষে থাকলেও বিরোধিতা করছে রাশিয়া।

২০১১ সালের মার্চে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে নিহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ। এ সময় প্রায় ৯৫ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর