thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভ্যালেন্টাইনস দিবসে বান্দরবানে পর্যটকের ঢল

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৩:২৯:১৪
ভ্যালেন্টাইনস দিবসে বান্দরবানে পর্যটকের ঢল

বান্দরবান প্রতিনিধি : ভ্যালেন্টাইনস দিবসে বান্দরবানে পর্যটকের ঢল নেমেছে। প্রকৃতির নির্মল ছোঁয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ পর্যটন স্পটগুলোয় প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। শুক্রবার ছুটির দিনে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ বান্দরবান।

শহরের হোটেল-মোটেল, রেস্টহাউস এবং গেস্টহাউসগুলো বুকিং হয়ে গেছে। কোথাও সিট না পেয়ে পর্যটকরা এখন দুর্গম অঞ্চলে পাহাড়িদের মাচাংঘরগুলোকে থাকার বিকল্প ব্যবস্থা হিসেবে বেছে নিচ্ছেন। অনেকে আবার বেড়াতে এসেও হোটেল-মোটেলে সিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পাহাড়ঘেরা বান্দরবান এখন হাজার হাজার পর্যটকের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে। ভালোবাসা দিবসের সঙ্গে টানা দুইদিনের ছুটি কাটাতে অধিকাংশ মানুষ প্রিয়জনদের নিয়ে ভিড় জমিয়েছেন বান্দরবানে। অনেকে পরিবার-পরিজন নিয়েও বেড়াতে এসেছেন।

দীর্ঘদিন পর ভালোবাসা দিবসকে ঘিরে সরব হয়ে উঠেছে বান্দরবান জেলার পর্যটন স্পটগুলো। রাজনৈতিক অস্থিরতায় এতদিন পর্যটকশূন্য অবস্থায় ছিল স্পটগুলো।

বান্দরবান হলিডে ইন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, ভ্যালেন্টাইনস দিবসকে ঘিরে পর্যটকের আগমনে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। আগামী কয়েকদিন রিসোর্টে সবগুলো রুম বুকিং রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এভাবে স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রশাসন ও ব্যবসায়ীরা জানান, প্রতিবছর শীত মৌসুমকে সামনে রেখে বান্দরবানে পর্যটকদের আগমন ঘটে। পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় বান্দরবানে প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে ছুটে আসেন পর্যটককরা।

কিন্তু রাজনৈতিক অচলাবস্থায় বিগত দুই বছর পর্যটন মৌসুমগুলোতে পর্যটকশূন্য ছিল নীলাচল, মেঘলা, চিম্বুক, স্বর্ণমন্দির, শৈল প্রপাত, রিজুক ঝরনা, কিংবদন্তি বগালেক এবং নীলগিরিসহ জেলার পর্যটন স্পটগুলো।

বান্দরবান হিলসাইড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হাসান মনসুর বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশের পর্যটনশিল্পের ক্ষতির পরিমাণ বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এই ক্ষতি আগামী কয়েক বছরেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। পরিবহন শ্রমিক মো. মনসুর জানান, জিপগাড়িসহ ৭০-৮০টি বিভিন্ন ধরনের পর্যটকবাহী গাড়ি রয়েছে বান্দরবানে। অনেকদিন পর সবগুলো গাড়ি ভাড়া হয়েছে, চালকরা কেউই বসে নেই।

স্থানীয় তাঁত ব্যবসায়ী থুইনকেল বম জানান, পর্যটকরা বেড়াতে আসায় কোমর তাঁতে তৈরি পোশাক বিক্রি বেড়েছে। পর্যটক না এলে কাপড় বিক্রি করতে পারি না।

জেলা প্রশাসনের ডেপুটি নেজারত শামীম হাসান জানান, পর্যটকদের আকৃষ্ট করার সব আয়োজন রয়েছে বান্দরবানে। ভালোবাসা দিবসকে ঘিরে পর্যটকের আগমনে সরব হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো।

জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলাসহ পর্যটন স্পটগুলো আকর্ষণীয় করে তোলা হয়েছে। আগামী দিনগুলোতে পর্যটকের আগমন আরও বাড়বে বলে মনে করেন তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর