thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উপজেলা নির্বাচন, র‍্যাব ৬-এর কার্যক্রম শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৩:৪০:৪৩
উপজেলা নির্বাচন, র‍্যাব ৬-এর কার্যক্রম শুরু

খুলনা ব্যুরো : ১৯ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সাত জেলার ১২টি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে র‍্যাব-৬ নানা কার্যক্রম শুরু করেছে।

র‍্যাব-৬-এর কার্যালয়ে শুক্রবার সকালে অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান।

লে. কর্নেল এনামুল আরিফ সুমন জোর দিয়ে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর যশোরের মালোপাড়ার মতো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।

তিনি জানান, গত এক মাস ধরে র‍্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদ রাখার জন্যে টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এনামুল আরিফ সুমন জোর দিয়ে বলেন, ১৯ ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘুদের ওপর যাতে কোনোপ্রকার আক্রমণ, নির্যাতন না ঘটে ও আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে র‍্যাব-৬ বিশেষ নজর রাখছে।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর