thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘কোস্টগার্ডকে আধুনিকায়ন করবে সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৩:৪৪:১৫
‘কোস্টগার্ডকে আধুনিকায়ন করবে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিকায়ন করবে সরকার। এ জন্য যা যা দরকার, তার সবই করা হবে। কোস্টগার্ডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোস্টগার্ড অত্যন্ত নিষ্ঠা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মাত্র ১ হাজার ৮০০ সদস্য নিয়ে সমুদ্রের বিশাল এলাকার চোরাচালান, জলদস্যুতা ও মৎস্যসম্পদ রক্ষার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের আধুনিকায়নে জনবল ও পেট্রোল বোটের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে সরকার।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল এম মকবুল হোসেন বলেন, কোস্টগার্ড ছোট বাহিনী হলেও এর সফলতা অনেক।

উল্লেখ্য, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জন সদস্যকে (সাবেক এবং বর্তমান) চার ক্যাটাগরিতে পদক দেওয়া হয়েছে। এর মধ্যে অপারেশনের সময় নিহত সুমন চন্দ্র সিংহকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে।

গোয়েন্দা কার্যক্রমে অবদান ও মিডিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ইনটেলিজেন্স ও মিডিয়া উইং ইনচার্জ পেটি অফিসার মো. কামরুজ্জামানকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর