thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আফগানিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ২০

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৩:৪৬:৪২
আফগানিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

কুনদুজ প্রদেশের খান আবাদ জেলায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আবাদ জেলার পুলিশ প্রধান আব্দুল মামান ইকুবি জানান, তুষার ও বরফ আচ্ছাদিত সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাঁধের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়।

আব্দুল মামান জানান, ওই ট্রাকটির চারজন যাত্রী বেঁচে গেছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও ১০ বছরের এক কিশোরী রয়েছে বলেও জানান তিনি।

দেশটির উত্তরাঞ্চলে এখন ভারী তুষারপাত হচ্ছে। তুষারপাতের কারণে সেখানকার সড়কগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর