thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইশান্তের আগুনে পুড়েছে নিউজিল্যান্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৪:৩২:২৮
ইশান্তের আগুনে পুড়েছে নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ডানহাতি পেসার ইশান্ত শর্মার অগ্নিঝরা বোলিংয়ে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১৯২ রানে। খোলস ছেড়ে বের হয়ে আসা ইশান্ত ক্যারিয়ার সেরা (৬/৫১) বোলিং করে গুঁড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের আত্মবিশ্বাসও।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট ম্যাচ জিততেই হবে ভারতকে। সেই পথেই এগিয়ে চলেছে মহেন্দ্র সিং ধোনির দল। দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিন শেষে ভারত ১০০ রান তুলে নিয়েছে ২ উইকেট হারিয়ে। সেই সঙ্গে দৃঢ় অবস্থানে চলে গেছে তারা।

বেসিন রিজার্ভের উইকেটে ঘাস ছিল। পেসাররা সহায়তা পাবেন স্বাভাবিকভাবেই। অধিনায়ক ধোনি টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সামিও (৪/৭০) দারুণ বল করেছেন। ভারত এখন ৯২ রানে পিছিয়ে থাকলেও মানসিক অবস্থানে এগিয়ে রয়েছে। নিউজিল্যান্ড চা-বিরতির পরই সব উইকেট হারিয়ে ফেলেছে। ভারত দিনের শেষের দিকে অসাধারণ ব্যাটিং করেছে।

ওপেনার শিখর ধাওয়ান ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ৭১ রানে (৮৭ বল) উইকেটে অপরাজিত রয়েছেন। নাইটওয়াচম্যান ইশান্ত ৩ রানে তার সঙ্গে রয়েছেন। মুরালি বিজয় মাত্র ২ রানে ফিরে গিয়েছেন সাজঘরে। অন্যদিকে চেতেশ্বর পুজারা দিন শেষের ১০ মিনিট আগে ১৯ রান করে আউট হয়েছেন।

ইশান্ত ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু এবার ৪ রান কম দিয়ে সমান উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ১৯২ (উইলিয়ামসন ৪৭, ইশান্ত ৬/৫১,সামি ৪/৭০)

ভারত : ১০০/২; ২৮ ওভার (ধাওয়ান ৭১*, বোল্ট ১/১৮)

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর