thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ফেনীতে ১৪ দল প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৪:৩৫:৫০
ফেনীতে ১৪ দল প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থী সৈয়দ মিজানুর রহমান শুক্রবার দুপুরে শহরের রামপুরের নিজ বাড়ির সামনে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি প্রতিপক্ষ ১৪ দলীয় মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

১৯ দলীয় জোটের প্রার্থী সৈয়দ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, প্রতিপক্ষ ১৪ দলীয় মহাজোট প্রার্থী আবদুর রহমান বিকম প্রতীক বরাদ্দের দিন শত শত নেতাকর্মী নিয়ে প্রকাশ্যে শহর ও সদর উপজেলার সকল ইউনিয়নে শোডাউন করেন। তিনি উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি ব্যবহার করেন এবং মোটবী ইউনিয়নের লস্করহাট স্কুলের জায়গা দখল করে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

নির্বাচনী প্রচারণায় একটি মাইক ব্যবহারের কথা থাকলেও তিনি আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি গাড়িতে দুটি মাইক ব্যবহার করছেন।

ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলালসহ ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ জানান, ফেনীতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা নির্বাচনী মাঠ বিরোধী দলমুক্ত রাখতে পুলিশকে ব্যবহার করছে।

উল্লেখ্য, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম দোয়াত-কলম প্রতীক নিয়ে, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর