thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘উপজেলা নির্বাচনই প্রমাণ করবে বিএনপির সিদ্ধান্ত সঠিক’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৪:৫৪:৩০
‘উপজেলা নির্বাচনই প্রমাণ করবে বিএনপির সিদ্ধান্ত সঠিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা তা উপজেলা নির্বাচনই প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে স্বদেশ জাগরণ পরিষদের (স্বজাপ) আয়োজিত ‘গণহত্যা, গণমামলা, গণগ্রেফতার ও উপজেলা নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘টকশোতে কিছু মহাপণ্ডিত বলেন ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির না যাওয়া ভুল ছিল। আমি বলব, তারা বোকার স্বর্গে বাস করেন। উপজেলা নির্বাচন প্রমাণ করে দেবে কোনটা ভুল ছিল, আর কোনটা ঠিক। ১৯ দলীয় জোট উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সরকার এখন বেসামাল হয়ে গেছে। তাই গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে বিরত রাখার ষড়যন্ত্র করছে।’

সরকারি দলের লোকেরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণায় সরকারি পতাকাবাহী গাড়ি ব্যবহার করা হচ্ছে। অথচ এই গৃহপালিত নির্বাচন কমিশন তা নিয়ে কিছুই করছে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক সরকার।’

এ সরকারের আমলে গুম, খুনসহ অপরাধ বেড়ে গেছে বলে দাবি করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণ বিবস্ত্র। এদের কোনো লজ্জা নেই। এরা কোনো কিছুতে লজ্জা পায় না। আমরা নিজেরা এদের দিকে তাকিয়ে লজ্জা পাই।’

সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর