thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীর তিন স্থানে অগ্নিকাণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:১৩:১১
রাজধানীর তিন স্থানে অগ্নিকাণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তিন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। হাজারীবাগের একটি ওয়াশিং প্ল্যান্টে, বংশালের মকিমবাজারে মোটর যন্ত্রাংশের দোকানে ও ধানমন্ডির একটি বাসায় শুক্রবার দুপুরের বিভিন্ন সময় আগুন লাগে।

বৈদ্যুতিক শর্টসার্কিট ও রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, হাজারীবাগ এলাকার ১৮১ শেরে বাংলা রোডের ওয়াশিং প্ল্যান্টে দুপুর ২.৩০ টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ১ কোটি টাকার মালামাল।

বংশালের মোটর যন্ত্রাংশের দোকানে শর্টসার্কিট থেকে দুপুর দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুপুর ১টা ৪০ মিনিটে ধানমন্ডির ৭/১নং বাসায় রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়েছেন ডিউটি অফিসার আতাউর।

(দ্য রিপোর্ট/এএইচএ/একে/জেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর