thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ব্রাজিলে শিক্ষকদের সহিংস বিক্ষোভ

২০১৩ অক্টোবর ০৮ ১২:৪২:৩৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ব্রাজিলে শিক্ষকদের সহিংস বিক্ষোভ
দিরিপোর্ট২৪ ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো ও সাও পাওলোতে সোমবার শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর সমর্থনে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে রূপ নেয়। খবর বিবিসির।

প্রায় ১০ হাজার মানুষের এই প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু সন্ধ্যা নামার পর পর কিছু প্রতিবাদকারী কয়েকটি ভবনে আগুন দিলে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে। সাও পাওলোতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একই রকম সহিংস সংঘাতের ঘটনা ঘটেছে।

রিও ডি জেনিরো এবং সাও পাওলোর কমপক্ষে ২০টি স্থানে এ সহিংসতা কয়েক ঘণ্টা জুড়ে চলে। বিক্ষোভকারীরা এসময় সিটি হলের গেট ভেঙ্গে ফেলে এবং ব্যাংকে ঢুকে পড়ে ও এটিএম বুথ ভেঙে ফেলার চেষ্টা করে।

তারা রিও’র বারাকো আভিনিউতে একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাংক থেকে আসবাব বের করে এনে রাস্তায় ব্যারিকেড তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ার গ্যাস ছোড়ে।

গ্যাস মাস্ক পরা ২৩ বছর বয়সী বিক্ষোভকারী হুগো কারিওসি জানান ‘পুলিশই সংঘাত সৃষ্টি করে। যখন তারা আসবে তখনই সংঘাত হবে। আমি প্রস্তুত। পুলিশকে বিশ্বাস করার কিছু নেই।’

ব্রাজিলে শিক্ষকেরা গত দুই মাস তাদের বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছে।

ব্রাজিলের শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ নাজুক। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক দেশ ব্রাজিল।

(দিরিপোর্ট২৪/এমডি/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর