thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় সুন্দরবন দিবস পালিত

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:১৭:১৭
খুলনায় সুন্দরবন দিবস পালিত

খুলনা ব্যুরো : নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সুন্দরবন দিবস পালিত হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক জনসচেতনা সৃষ্টির জন্য খুলনায় সন্দুরবন একাডেমি ও খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র মনিরুজ্জামান মনি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ ছাড়াও খুলনা জেলা প্রশাসন, বন বিভাগ, জিআইজেড, কনসার্ন, ওয়ার্ল্ডওয়াইড, রূপান্তর, রিলিফ ইন্টারন্যাশনাল ও ওয়াইন্ড টিমের আয়োজনে পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থীর মধ্যে সুন্দরবন ভাবনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর