thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চাঁদপুরে প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:০২:৩২
চাঁদপুরে প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছে জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার সকালে শহরের পৌর ঈদগাহ সংলগ্ন ক্লাবের কার্যালয়ে সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধিত প্রাক্তন খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন প্রধান অতিথি প্রবীণ ক্রীড়া সংগঠক মো. কামরুজ্জামান চৌধুরী। খেলোয়াড়রা হচ্ছেন- অমল দত্ত (ফুটবল), আব্দুস সামাদ দেওয়ান (ফুটবল), আক্তারুজ্জামান খান শিশু (ফুটবল), দেবেশ সাহা (ফুটবল), আব্দুর রব দেওয়ান (ফুটবল), মো. মফিজুল ইসলাম (ফুটবল), খন্দকার মজিবুর রহমান (ক্রিকেট), মো. সারোয়ার হোসেন (ক্রিকেট), সুখরঞ্জন মজুমদার (ক্রিকেট), তপন চন্দ্র (সাঁতার), বাদল মজুমদার (সাঁতার), আশিষ কুমার লোদ (সাঁতার), ফাতেমা বেগম (সাঁতার), মো. আলী আশ্রাফ (অ্যাথলেটিক্স), রমা সাহা (অ্যাথলেটিক্স), মো. হুমায়ন কবির (অ্যাথলেটিক্স) ও ব্যাডমিন্টনে কার্ত্তিক সাহা- রবিন সাহা।

ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান বাবু সুভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন চাঁদপুর সোনালি অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দ, প্রাক্তন কৃতী ফুটবলার অমল দত্ত, দেবেশ সাহা (দেবু), সারোয়ার হোসেন ও হুমায়ন কবির।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, কোষাধ্যক্ষ বাবু সম্ভু নাথ দত্ত, দপ্তর সম্পাদক অমর চক্রবর্তী, সদস্য সাংবাদিক শওকত আলী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমবি/সিজি/এএইচ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর